ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ড-বাংলাদেশ টসের ফলাফল দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৩ ১৪:০৯:১৮
নিউজিল্যান্ড-বাংলাদেশ টসের ফলাফল দেখে নিন

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এই ম্যাচের টস শেষ হয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক। সেক্ষেত্রে প্রথমে ব্যাট করতে হবে বাংলাদেশকে।

মৌসুমের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

অন্যদিকে, বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড টুর্নামেন্টে তাদের প্রথম দুই ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে, নিউজিল্যান্ডরা ৮২ বল বাকি থাকতে ২৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জিতেছিল। পরের ম্যাচে, নিউজিল্যান্ড তাদের টানা দ্বিতীয় জয়ের জন্য নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ