ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হবে কিনা দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৩ ১৪:০২:৫৫
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হবে কিনা দেখে নিন

ধর্মশালায় চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হিমালয়ের শীতল জলবায়ু আছে সেখানে। এবার তৃতীয় ম্যাচে দক্ষিণাঞ্চলে নেমেছে বাংলাদেশ। হিমাচল এবং চেন্নাইয়ের মধ্যে তাপমাত্রার পার্থক্যও তীব্রভাবে বেড়েছে, প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে দুই দলের ম্যাচ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ স্টেডিয়ামের আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সন্ধ্যায় তা ২৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

তবে চেন্নাইয়ে অতিরিক্ত গরমে ভুগতে পারে দুই দলই। যদিও খাপ খাইয়ে নিতে পারলে বাঘের তেমন সমস্যা হবে না, কারণ বাংলাদেশের আবহাওয়া প্রায় একই রকম। সন্ধ্যা থেকে স্টেডিয়ামে কুয়াশা থাকতে পারে।

কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে অতিরিক্ত স্পিনার খেলতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে নসুম আহমেদের কপাল খুলে যাবে। একজন পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এছাড়া একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তামিমের কাঁধে অন্তত হাথুরুর ভরসার হাত আছে। তাই বেশি সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।

এক ম্যাচ খেলে একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর প্রত্যাবর্তন দীর্ঘ হচ্ছে। শেষ ম্যাচে শেখ মেহেদি দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ