তামিমকে নিয়ে নতুন সমীকরণ বিশ্লেষণ করলেন কুম্বলে

২০২১ সাল থেকে ওপেনিংয়ে সবচেয়ে বেশি রান করেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ৪৮ ম্যাচে ২৯.৭ গড়ে ১৩৯৬ রান করেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে ওপেনিংয়ে বাংলাদেশ অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। তবে ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপে এমন পরীক্ষা-নিরীক্ষার ফল আসে।
ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজের সাথে কথা বলতে গিয়ে কিংবদন্তি স্পিনার বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষার সমালোচনা করেছেন। এমনকি তামিম ইকবালের মতো খেলোয়াড়কে দলে না রাখার কারণও বুঝতে পারছেন না কুম্বলে। তবে ভারতের এই সাবেক কোচও মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কন্ডিশনের কারণে কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ।
ওপেনিংয়ে বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে কুম্বলে বলেন, 'যখন আপনি বিশ্বকাপে খেলবেন, তখন আপনার বেশিরভাগ অংশে স্থিতিশীল সমন্বয়ে থাকা উচিত। বিশ্বকাপের আগে এটা করা উচিত। কিন্তু বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করলে খুব কষ্ট হয়।
কেন বাংলাদেশ এত পরীক্ষা-নিরীক্ষা করছে তা বুঝতে না পেরে কুম্বলে বলেন, "তানজিদ বিশ্বকাপে দুটি ম্যাচ ওপেন করেছে। কিন্তু তামিম ইকবাল খুবই অভিজ্ঞ ওপেনার। তারা তাকে ছাড়াই এসেছে। তাকে বলা হয়েছিল যে সে যদি খেলতে চায়, তাহলে তার আছে। মিডল অর্ডারে খেলতে।অন্যদিকে ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজ।তারপর আগের ম্যাচে তাকে ৫ নম্বরে খেলতে দেখেছি।আমি বুঝতে পারছি না দলে কী হচ্ছে!তারা! এখনও পরীক্ষা-নিরীক্ষা করছে। বিশ্বকাপে এত পরীক্ষা-নিরীক্ষা করলে সমস্যায় পড়বেন।'
তারপরও বাংলাদেশ দল যথেষ্ট ভালো বলে মনে করেন কুম্বলে। তবে যতটা সম্ভব পরীক্ষা-নিরীক্ষা থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন এই কিংবদন্তি, "তবে ওদের দলটা খুব ভালো। দলটাও অনেক অভিজ্ঞ। মুশফিক, মোস্তাফিজুর, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। এর বাইরেও আছে। নতুন খেলোয়াড়রাও বেশ ভালো করছে।শান্ত অনেক বড় খেলোয়াড়।মেহেদি হাসানও ভালো একজন খেলোয়াড়।আমারও মন ভালো লাগে।কিন্তু গ্রুপে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।কিন্তু বিশ্বকাপে লড়াই করার জন্য, আপনাকে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে আপনাকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারণ, নিউজিল্যান্ড খুবই পেশাদার দল। তাই স্থিতিশীল সমন্বয় প্রদর্শন করতে হবে পরীক্ষা থেকে দূরে।'
উইকেটের কারণে বাংলাদেশ বাড়তি সুবিধা পেলেও উইলিয়ামসনের ফেরা কঠিন হবে বলে মনে করেন কুম্বলে, 'উইকেট যদি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মতো হয়, উইলিয়ামসন ফিরলে নিউজিল্যান্ড আরও শক্তিশালী হবে। কারণ, ম্যাচ যাই হোক, নিউজিল্যান্ডকে বাড়তি রান দেওয়া, ফিল্ডিং মিস করা, ক্যাচ ড্রপ করা দেখবেন না। এই বিশ্বকাপে শীর্ষ দুই দল নিউজিল্যান্ড ও ভারত। তাই বাংলাদেশের জন্য কঠিন হবে। কারণ দলটি মোটেও ভালো খেলছে না। যদিও বিশাল ব্যবধানে জিতেছে আফগানিস্তান। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তাদের ব্যাটিং ভালো হয়নি। তাদের বিপক্ষে বাঁহাতি পেসার নিয়েছেন ৪ উইকেট। আর আজ তাদের খেলতে হবে বিশ্বের সেরা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের বিপক্ষে। কিন্তু কন্ডিশনের কারণে বাংলাদেশ হয়তো ভাবছে তারা ঢাকায় খেলছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?