ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

 ২০২৬ ফুটবল বিশ্বকাপে পয়েন্ট টেবিলে শীর্ষে আজেন্টিনা, ভেনেজুয়েলায় অবরুদ্ধ ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৩ ১০:২৯:১৭

 ২০২৬ ফুটবল বিশ্বকাপে পয়েন্ট টেবিলে শীর্ষে আজেন্টিনা, ভেনেজুয়েলায় অবরুদ্ধ ব্রাজিল

তারকাখচিত আক্রমণ ভাগাভাগি করতে পারেনি ব্রাজিল। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসন শুধু আধিপত্য বিস্তার করেছেন, ফিনিশিং তাদের নিজেদের ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেট পিস থেকে লিড নেয় ব্রাজিল। কিন্তু সেই লক্ষ্য রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার দেরিতে গোলে ভেস্তে যায় ব্রাজিলের উদযাপন।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে অ্যারেনা প্যান্টানালে ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। গ্যাব্রিয়েল ব্রাজিলকে এগিয়ে দিলে ভেনেজুয়েলার হয়ে সমতা ফেরান এদুয়ার্দো বেলো।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ করে ব্রাজিল। নেইমারের পাস নিয়ে গোল পাড়ি দেন রিচার্লিসন। ভিনিসিয়াস জুনিয়র বল পৌঁছানোর আগেই আক্রমণ ভেঙে দেন ভেনেজুয়েলার ডিফেন্ডার ওসারিও। প্রথমার্ধে বেশ কয়েকবার এমন হয়েছে, তারা শুধু গোল পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের আক্রমণের গতি কিছুটা বেড়ে যায়। ৪৮তম মিনিটে নেইমারের শট পায়ে জায়গা পেয়ে গোলরক্ষক বাধা দেন। দুই মিনিট পর পরপর দুই ম্যাচে জয় পাওয়া ব্রাজিল কাঙ্খিত গোল করে। নেইমারের কর্নার থেকে সুইফট হেডারে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল।

বেলোর দুর্দান্ত গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কোণঠাসা ভেনেজুয়েলা। জেফারসন সাভারিনোর ক্রস থেকে ওভারহেড কিক হেড করেন বেলো। আইলসনের পোস্টের নিচে কিছুই করার ছিল না। বাকি সময়ে গোল করতে পারেননি নেইমার। এটি বর্তমান নির্বাচনে ব্রাজিলের জয়ের ধারাকে বাধাগ্রস্ত করেছে।

শুক্রবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে নিকোলাস ওটামেন্ডির গোলে টেবিলের শীর্ষে উঠে যায় আর্জেন্টিনা। ঘণ্টা দুয়েকের মধ্যেই শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে ছিল ব্রাজিল। কিন্তু হোঁচট খেয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ