বেঞ্চে বসে শেষ হতে পারে রিয়াদের বিশ্বকাপ

বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে পাত্তা দেয়নি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে টিম টাইগাররা। এমন হারে পয়েন্ট টেবিলেও অবনতি হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।
পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়াতে ম্যাচে উড়ন্ত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৩ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ বলে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাশরাফি। সেখানে তিনি লিখেছেন, 'চেন্নাইয়ের উইকেট স্পিনারদের জন্য খুবই সহায়ক হবে। আর সেক্ষেত্রে অতিরিক্ত একজন স্পিনার দিয়ে একাদশ সাজাতে পারে দলটি। যার কারণে কিউইদের বিপক্ষে বেঞ্চে বসতে হতে পারে রিয়াদকে।
ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হারের বিষয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডকে হারাতে অবিশ্বাস্য একটা দিন লাগত। এই ভুল, সেই ভুলের কোনো লাভ নেই। অনেক বড় একটা টুর্নামেন্ট, তাই এই ম্যাচ নিয়ে পড়ে লাভ নেই। ব্যাটিংয়ে হয়তো আরও কিছু রান করা যেত। কিন্তু যেহেতু এটি একটি পয়েন্ট গেম, তাই ১৩৪ (১৩৭ ) রানে হারানো এবং ১ রানে হারার মধ্যে কোনো পার্থক্য নেই। ভালো সময় দূরে থাকলেও এখনই সময় দলকে সমর্থন করার।
রিয়াদকে নিয়ে তার পোস্টে মাশরাফি লিখেছেন, 'ভারতে যত উইকেট খেলা হচ্ছে, তার মধ্যে টার্নিং উইকেটের দিক থেকে চেন্নাই তিন নম্বরে। টার্নিং গ্রাফে আমি এই উইকেটে ২.৯০ ডিগ্রি টার্ন দেখেছি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড অবশ্যই সেরা দলগুলোর একটি, কিন্তু আমরা টার্নিং উইকেটেও খুব ভালো দল। উইকেট মন্থর হয়ে একটু বাঁক নিলে আবারও আউট হয়ে বসতে হতে পারে রিয়াদকে। যাই হোক না কেন, এটা ব্যবস্থাপনার বিষয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?