ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা দেখে নিন কে কে আছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১১ ১৩:০৪:২৬
আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা দেখে নিন কে কে আছে

লিওনেল মেসি সেপ্টেম্বরে আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলেননি। আন্তর্জাতিক বিরতির পর, তাকে তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাত্র ৩৬ মিনিটের জন্য মাঠে দেখা গেছে। তারপর থেকে, মিয়ামিকে ম্যাচগুলিতে দর্শক হতে হয়েছিল। পায়ের চোটে ভুগছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার মাঠে ফেরার তারিখ এখনো ঠিক হয়নি। তবে তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসিকে দলে অন্তর্ভুক্ত করলেও স্কালোনির দলে জায়গা পাননি অ্যাঞ্জেল ডি মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা-ইন্টার মিলান ম্যাচে চোট পান মারিয়া।

আর্জেন্টিনা তাদের পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ অক্টোবর ভোরে প্যারাগুয়ের বিপক্ষে এবং ১৮ অক্টোবর মেসির প্রতিপক্ষ পেরুর বিপক্ষে খেলবে। এর আগে মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। আর বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের দারুণ জয়।

এদিকে জাতীয় দলে যোগ দেওয়ার আগে ইন্টার মিয়ামির আরও একটি ম্যাচ আছে। তবে সিনসিনাটির বিপক্ষে সেই ম্যাচে দর্শক হিসেবে দেখা যাবে মেসিকে।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুসো (আতালান্তা)

ডিফেন্ডার : ওয়াল্টার বেনটেজ (পিএসভি আইন্দোহোভেন), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), গঞ্জালো মন্তিয়েল (নটিংহাম ফরেস্ট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), জার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লুকাস মার্তিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো পেলেগরিনো (এসি মিলান), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), লুকাস এসকুইভেল (আথলেটিকো পারানায়েন্সে)।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), এনজো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দ্য পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকেল পালাসিওস (বায়ের লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা), জিওভানি লো সেলসো (টটেনহাম), ব্রুনো জাপেলি (অ্যাথলেটিকো পারানায়েন্সে), কার্লোস আলাকারাজ (সাউদাম্পটন)।

ফরোয়ার্ড : পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারাস (ইন্টার মায়ামি), লুকাস বেলটার (ফিওরেন্তিনা), আলেসান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ