ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

 ভারতের জন্য নতুন  শুভকামনা বিশ্বকাপে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৯ ১২:২১:১৮
 ভারতের জন্য নতুন  শুভকামনা বিশ্বকাপে

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মিশন শুরু করেছিল স্বাগতিক ভারত। অজিদের ২০০ রানের জবাবে রোহিত শর্মার দল ২ রানে তিন উইকেট হারিয়েছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রাহুলকে নিয়ে প্রতিরোধ করেন বিরাট কোহলি। ১৬৫ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ভারত ভালো শুরু করেছিল।

রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায়। জবাবে স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলি ও রাহুলের বীরত্বে। ৯৭ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল।

২০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিক ভারত অস্ট্রেলিয়ার পেসারদের আক্রমণের মুখে পড়ে। জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক ২ রানের মধ্যে ফেরান রোহিত, ইশান ও শ্রেয়াসকে। চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন কোহলি-রাহুল। কোহলি তার ক্যারিয়ারের ৬৭তম ফিফটি পূর্ণ করেন এবং ৮৫ রানে আউট হন। ১৫তম ফিফটিতে ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিনি। হার্দিক ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন হ্যাজেলউড।

এর আগে চেন্নাইয়ে আউজি অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া অধিনায়কের সিদ্ধান্ত পূরণ করতে পারেননি ওপেনার মিশেল মার্শ। তৃতীয় ওভারে শূন্য রানে জসপ্রিত বুমরাহকে ফেরান আউজি ওপেনার। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন। ৪২ রানে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

দুই ওপেনারের বিদায়ের পর রবীন্দ্র জাদেজা অজি শিবিরে তাণ্ডব চালান। স্টিভ স্মিথকে ৪৬ রানে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। স্মিথের পর, জাদেজা ল্যাবুসচেন এবং অ্যালেক্স কেরিকে যথাক্রমে ২৭ ও ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান। বাঁহাতি স্পিনারের তাণ্ডবে অস্ট্রেলিয়া ১১৯ রানে ৫ উইকেট হারিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল ১৫ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হন এবং ডানহাতি স্পিনার রবিচন্দ্র অশ্বিনের বলে 8 রানে বোল্ড হন ক্যামেরন গ্রিন।

ক্যাপ্টেন কামিন্স ও স্টার্ক একসঙ্গে চেষ্টা করেছিলেন দলের রানকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার। কিন্তু বুমরাহকে উড়িয়ে দিতে গিয়ে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক অজি। ২৮ রানে আউট হওয়া শেষ ব্যাটসম্যান ছিলেন মিচেল স্টার্ক। ভারতের হয়ে জাদেজা সর্বোচ্চ ৩টি এবং বুমরাহ ও কুলদীপ ২টি করে উইকেট নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ