ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

অবশেষে ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৯ ১১:১০:৩০
অবশেষে ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত 

আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে উয়েফা। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে গতকাল জানিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করার পর গতকাল যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।

ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে তেল আভিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে আগামীকাল সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েল। উয়েফা বলেছে, "নিরাপত্তা পরিস্থিতির কারণে" ম্যাচটি স্থগিত করা হয়েছে।

প্রিস্টিনায় কসোভোর বিপক্ষে ইসরায়েলের ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর। ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা যাবে কি না তা নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, "উয়েফা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে এবং নতুন সিদ্ধান্ত বা সময়সূচী ঘোষণার আগে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে।"

স্থগিত হওয়া ম্যাচের তালিকা প্রকাশ করেছে বিবিসি। ইউরো ২০২৪ কোয়ালিফায়ার ছাড়াও, ইউরো ২০২৫ অনূর্ধ্ব-২১ বাছাইপর্বের দুটি ম্যাচও স্থগিত করা হয়েছে - ১২ অক্টোবর ইসরায়েল বনাম এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরাইল বনাম জার্মানি। দুটি ম্যাচের ভেন্যু ইজরায়েল। এছাড়াও, ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।

ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফা এই মৌসুমে ইউরোপা লিগে খেলছে এবং আন্তর্জাতিক বিরতির পরে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালে যাবে। আগামী ৭ নভেম্বর ভিলারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ম্যাকাবি হাইফা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ