ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লিটন বোল্ড,তানজিদ রানআউট তিনে মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৭ ১৫:১১:২১
লিটন বোল্ড,তানজিদ রানআউট তিনে মিরাজ

মিরাজ ১৭ রানে ব্যাট করছেন। ফারুকির অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন। পয়েন্টে সরাসরি ক্যাচ দেন নাজিবুল্লাহ জাদরান হাতে কিন্তু রাখতে পারলেন না। একটু আগে সরাসরি থ্রোতে তানজিদকে রান আউট করেছিলেন, এবার সহজ ক্যাচ নেন তিনি। এটা বলার অপেক্ষা রাখে না যে ১৫৬ রানে এমন ক্যাচ মিস করার বিলাসিতা আফগানদের নেই।

এরপর এই ওভারে নাজমুল হোসেনের বিপক্ষে রিভিউ নেন মরিয়া আফগানিস্তান। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, নাজমুল প্যাডের আগে ব্যাটে আঘাত করেছেন। রিভিউ হারানো—এটি ক্যাচ মিসের ক্ষতটিতে লবণ ছিটিয়ে এসেছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ