ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাকিবের জন্য নতুন সুখবর প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৭ ১৪:১০:৩৪
সাকিবের জন্য নতুন সুখবর প্রকাশ

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে উড়ছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানেরও দিন কাটছে দারুণ। এখন পর্যন্ত আফগানিস্তানের ছয় উইকেটের মধ্যে তিনটি নিয়েছেন সাকিব। নাসের হুসেন যখন ধারাভাষ্য কক্ষে কথা বলছিলেন, সাকিব তার পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নেমে রোমাঞ্চিত দেখাচ্ছিলেন।

এদিকে মাঠের বাইরেও সাকিবের জন্য রয়েছে সুখবর। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতোই দলে আইকন ক্রিকেটার হিসেবে টাইগার অধিনায়ককে দলে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিবকে সই করেন তারা। আগের আসরেও দলের আইকন ক্রিকেটার ছিলেন সাকিব। দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

সাকিব ছাড়াও বেঙ্গল টাইগার্সের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা এবং সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তাফা। আবুধাবি লিগের এবারের আসরে শিরোপার জন্য লড়বে ৬টি দল। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বেঙ্গল টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

এদিকে সাকিবের ঘূর্ণিতে বিপর্যস্ত আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৬ রান করতে গিয়ে ৮ উইকেট হারিয়েছে আফগানরা। যদিও ব্যাট হাতে শুরুটা ভালো করেছে দলটি। পেসাররা সুবিধা নিতে না পারায় ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। বল হাতে নেন সাকিব। কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেন তিনি।

কিন্তু পরের ওভারেই সঠিক জবাব দেন সাকিব। দ্বিতীয় বলে উইকেট পান তিনি। বাঁহাতি স্পিনারের কাছে স্লগ সুইপ নিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দেন ইব্রাহিম। এরপর আরও দুটি উইকেট নেন সাকিব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ