ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আজকের বাংলাদেশ আফগান টিমে কে কে আছে দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৭ ১১:২৮:১২
আজকের বাংলাদেশ আফগান টিমে কে কে আছে দেখে নিন

বিশ্ব ক্রিকেট বিশ্বকাপ ভারতের সবচেয়ে বড় আসর। এরই মধ্যে চারটি দল মাঠে নামলেও বাংলাদেশের লাখো দর্শকের জন্য আজ সকাল ১১টায় শুরু হচ্ছে বিশ্বকাপ, প্রতিপক্ষ চেনা আফগানিস্তান। প্রতিযোগিতার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে মৌসুমের ভালো শুরু করতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় হিমাচল প্রদেশের মনোরম এইচপিসিএ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের প্রথম ম্যাচের বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের দুই স্বীকৃত ওপেনার লিটন ও তানজিদ। বাংলাদেশ যাচ্ছে তিন পেসার তাসকিন, শরিফুল ও মোস্তাফিজের পাশাপাশি দুই স্পিনার সাকিব ও মিরাজকে নিয়ে। ফলে একাদশের বাইরে রয়েছেন নাসুম আহমেদ, মেহেদি হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।

অন্যদিকে আফগানিস্তান দলে আছেন দুই পেসার নবীন ও ফারুকী। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ওমরজাইয়ের সঙ্গে। রশিদ খান, মুজিবের সঙ্গে স্পিন করবেন মোহাম্মদ নবী।

বাংলাদেশের একাদশ:সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানস্তান একাদশ:রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবউর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ