ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভারতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনুশীলনে ব্যস্ত টাইগার টিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৬ ১০:৪৭:০৮
ভারতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনুশীলনে ব্যস্ত টাইগার টিম

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় গতকাল প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল।ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা পরিদর্শন করেছেন, কিন্তু তাদের পিছনের তুষার-ঢাকা পাহাড়ের ছবি তোলেননি এমন একজনকে খুঁজে পাওয়া কঠিন। চন্ডিকা হাথুরুসিংহেও ব্যতিক্রম নন। গতকাল হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে বাংলাদেশ কোচ লিখেছেন, 'দুই দিন পর এই সুন্দর ভেন্যুতে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।'

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে গতকাল প্রথমবারের মতো ধর্মশালায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনও করেছে আফগানিস্তান। আগের দিনও মাঠে নামে বাংলাদেশ দল। কিন্তু অনুশীলন করেননি। জিমে ফিরে গেলেন মুশফিক-মাহমুদুল্লাহ। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছেন সেখানে জিমের পর্যাপ্ত সুবিধা না থাকায় মাঠে নেমেছেন ক্রিকেটাররা।

গতকাল সকালে আহমেদাবাদ থেকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে 'ক্যাপ্টেনস ডে'-তে অংশ নিতে আহমেদাবাদ গিয়েছিলেন তিনি।

গতকাল সকালে চার্টার্ড প্লেনে ধর্মশালায় পৌঁছেন, পরে অনুশীলনে যোগ দেন। গুয়াহাটির প্রচণ্ড গরমে দুটি প্রস্তুতি ম্যাচের পর, ক্রিকেটাররা মনে হচ্ছে গতকাল ধর্মশালার শীতের মেজাজে অনুশীলন সেশন উপভোগ করেছেন, একজন ক্রিকেটার ফোনে বলছেন, 'এখানে গুয়াহাটির মতো গরম নেই। শীতের শেষে আমাদের আবহাওয়ার মতোই। দুপুরের রোদে একটু গরম লাগছে। বাকি সময় দারুণ আবহাওয়া।

তবে বাংলাদেশ দলের অনেকের কাছে ধর্মশালা নতুন জায়গা নয়। ধরমশালা ছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ভেন্যু। সেবার বাংলাদেশ এই মাঠে তিনটি ম্যাচ খেলেছে। বাংলাদেশের ব্যাট থেকে তামিম ইকবালের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এসেছে এই মাটিতে। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অবশ্যই ২০১৬ সালের স্মৃতি মনে রাখতে হবে। গতকাল এক ক্রিকেটার মনে করিয়ে দিচ্ছিলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে হয় মার্চে হয়েছে। এটি খুব ঠাণ্ডা ছিল. এখন তেমন ঠান্ডা নেই। খুব ভালো আবহাওয়া। গতবার আমরা এক সপ্তাহের মতো ছিলাম। এবারও প্রায় একই রকম। আশা করি সময়টা ভালো যাবে।

তবে পর্যটকদের প্রিয় ধর্মশালায় যাননি ক্রিকেটাররা। হোটেল-মাঠে সময় কাটাচ্ছেন সবাই। বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে, সেই হোটেলটি শহর থেকে অনেক দূরে রেডিসন ব্লু রিসোর্ট। কিছু মানুষ সেখান থেকে শহরে এসে স্থানীয় জনজীবন দেখতে আগ্রহী। তাদের একজন গতকাল বলছিলেন, 'হোটেল অনেক দূরে। কোথাও হাঁটার উপায় নেই। আমি গাড়ি নিয়ে বাইরে যেতে চাই, দেখা যাক।

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের আজ আরও একটি অনুশীলন সেশন রয়েছে। সকাল ১১টায় ম্যাচ হওয়ায় সকালের সেশনে অনুশীলন করবেন সাকিব। তবে ম্যাচের প্রস্তুতি অনেকটাই অনুশীলনের বদলে মানসিক।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন সাকিবরা। লাহোরে এশিয়া কাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। আফগানদের শক্তি, দুর্বলতা, তাদের বিপক্ষে কী করতে হবে- কিছুই অজানা নয় বাংলাদেশ দলের। এবার বিশ্বকাপের মঞ্চে ব্যবহারের পালা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ