ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

অসময়ের  বৃষ্টি আর কতদিন জানালো  আবহাওয়া অধিদফতর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৫ ১৫:৫৮:০৪
অসময়ের  বৃষ্টি আর কতদিন জানালো  আবহাওয়া অধিদফতর

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে আগামী সোমবার পর্যন্ত দেশের আটটি অঞ্চলে বৃষ্টি হবে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তাপমাত্রাও বাড়বে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রবিবার ও সোমবার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এই দুই দিনে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনার বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সোমবার তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রপাত কমবে এবং তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৩ দশমিক ৭ ডিগ্রি। সৈয়দপুর ও বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ডিমলায় একই সময়ে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে