নারীদের লজ্জার হারের পর পুরুষদেরও পদক হাত ছাড়া

এশিয়ান গেমসে পুরুষদের কাবাডি দলের ক্ষেত্রে 'বলা সহজ, করা কঠিন' এই বাংলা কথাটি আরও একবার সত্য প্রমাণিত হল। গতকাল (মঙ্গলবার) ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের কোচ ও অধিনায়ক দুজনেই বলেছেন, সেমিফাইনালে চাইনিজ তাইপেকে হারানো সম্ভব। তাইপেকে হারানো তো দূরের কথা, ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে, তাইপেই ৩১-১৮ পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
এশিয়ান গেমসে পুরুষদের কাবাডি পদক পুনরুদ্ধার করতে আজ (বুধবার) তাইপেইয়ের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের। ম্যাচটি ছিল একটি অনির্ধারিত কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার জন্য তাইপেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত হয়। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও এক ম্যাচ বাকি থাকতেই তাদের বিদায় ঘণ্টা বেজে ওঠে।
পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, তাইপে ও জাপান। ভারত গ্রুপের শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। টানা তিন ম্যাচে জয় পেয়েছে তাইপেই। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও গ্রুপে দ্বিতীয় স্থানে থাকতে কোনো সমস্যা নেই তাইপের। কারণ বাংলাদেশ, থাইল্যান্ড ও জাপান তিন দলের কারোরই তিনটি ম্যাচে জয়ের সুযোগ নেই।
গত কয়েক বছরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট জিতে তৃপ্তির পতাকা তুলেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তুলনামূলক দুর্বল দলকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব নিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। কিন্তু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্যর্থ হয় আসল পরীক্ষার মঞ্চে।
মহিলা দলগত খেলাটিও ছিল পুরুষরা যেদিন একটি পদক হাতছাড়া করেছিল। আগের ম্যাচে নেপালের কাছে হেরে পদক থেকে বঞ্চিত হয় নারী দল। আজ তারা ইরানের বিপক্ষেও খেলেছে। ইরান ৫২ পয়েন্ট পেলেও বাংলাদেশ মাত্র ১৫ পয়েন্ট নিতে পেরেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট