ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে  দুঃসংবাদ প্রকাশ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৩ ১৫:২২:০০
বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে  দুঃসংবাদ প্রকাশ 

যেকোনো বড় ক্রীড়া ইভেন্টের অন্যতম আকর্ষণ হল উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রত্যাশা কম নেই। এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। সে হিসেবে আগামীকাল ৪ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত হবে অধিনায়ক দিবস ও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

তবে ভারতীয় গণমাধ্যমের মতে, প্রযুক্তিগত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগামীকালের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে না। মূলত অনুষ্ঠান আয়োজনে বিসিসিআই-এর নীরব অবস্থানের কারণেই এই গুঞ্জন। তবে আইসিসি বা বিসিসিআই কেউই এখন পর্যন্ত খবরের সত্যতা নিশ্চিত করেনি।

সর্বশেষ খবর হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাত্র ১০ জন অধিনায়ককে পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। বিসিসিআই এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না। পরিবর্তে, ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। এছাড়া, ১৯ নভেম্বর ফাইনালের আগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠান কেমন হতে পারে তা নিয়ে মুখ খোলেনি ভারত। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দর্শকদের চমকে দিতে তারা এমন গোপনীয়তা লুকানোর চেষ্টা করছে।

তবে বিভিন্ন সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি এবং সংগঠনের পরিকল্পনার বেশ কিছু দিক নিয়ে এগিয়ে আসে। পিটিসি পাঞ্জাবের সূত্র ধরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনসাইডস্পোর্ট।

খবর অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী পারফরম্যান্সে থাকবেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা। তাদের মধ্যে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে, গায়ক ও সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং পরিবেশন করবেন।

নৃত্য পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-এ ও অংশ নিয়েছিলেন রণবীর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ