ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হার্শা ভোগলের মুখে বাংলাদেশী ক্রিকেটারের মনোমুগ্ধকর প্রসংশা 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৩ ১৫:০৯:৩৭
হার্শা ভোগলের মুখে বাংলাদেশী ক্রিকেটারের মনোমুগ্ধকর প্রসংশা 

আর মাত্র দুদিন পরেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রদর্শনী আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। মাঠের খেলা শুরু হতে এখনো দেরি হলেও এরই মধ্যে শুরু হয়েছে বিশ্লেষণ। বিশ্লেষকরা টুর্নামেন্টের ফেভারিট এবং দল নিয়ে তাদের মতামত দেন। মন্তব্য ও বিশ্লেষণের এই তালিকায় রয়েছেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের জন্য দল বিশ্লেষণ করতে গিয়ে তিনি বাংলাদেশের প্রশংসা করেন। সাকিব-মুশফিকুর ছাড়াও বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর প্রশংসাও করেছেন তিনি।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের খেলা অনেক আগে থেকেই পছন্দ করেন হার্শার। এবার জানালেন নতুন টাইগারের প্রতি তার মুগ্ধতার কথা। সেই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। হার্শার মতে, বিশ্বকাপে টাইগারদের উন্নতি করতে ওস্তাদ হতে পারেন এই বাংলাদেশি ব্যাটসম্যান, 'ক্রিকেট বিশ্বের সবাই শান্তকে দেখে মুগ্ধ। ওপেনিং বা তৃতীয় খেলায় ধীরে ধীরে নিজের সামর্থ্য বাড়াচ্ছেন তিনি। এমন নয় যে সে হঠাৎ বড় হয়ে গেছে। বাংলাদেশের উজ্জ্বলতার বিপরীতে তিনি ধীরে ধীরে বড় কিছুতে পরিণত হয়েছেন। তিনি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর চাপ কমাতে পারলে দলের জন্য ভালো হবে।

শান্ত ছাড়াও, তিনি মেহেদি হাসান মিরাজ, আরেক বাংলাদেশি ক্রিকেটারকেও বেছে নিয়েছেন। হার্শাও মিরাজকে পরবর্তী সাকিব মনে করেন। বাংলাদেশের এই অলরাউন্ডার সম্পর্কে হার্শা বলেছেন, "আমি টেস্টে প্রথমবার তার (মিরাজের) বোলিং দেখেছি। টেস্টের জন্য তিনি নিখুঁত অফ-স্পিনার। বছরের পর বছর ধরে তার সাদা বলের পরিসংখ্যান দেখার পর, তিনি মুখ খুললেন। ইনিংসে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছেন। সে সাত থেকে আট ম্যাচ জিততে পারে বা দলকে বিপদ থেকে বাঁচাতে পারে।আমি মনে করি মেহেদী হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণ আছে।আমি জানি না সে পারবে কি না। তবে মেহেদি হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য স্বস্তির।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ