ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে ছোট করে দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৩ ১৩:০২:৫৮
পাকিস্তানকে ছোট করে দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক

চার বছর আগে ২০১৯ সালে, ইংল্যান্ড ইয়ান মরগানের অধীনে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল, মার্টিন গাপটিলকে একটি শ্বাসরুদ্ধকর ফাইনালে রান আউট করে নিউজিল্যান্ডকে কান্নায় ভেঙে দেয়। সে সবই অতীতে। চার বছর পর আরেকটি বিশ্বকাপ। বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। ৫ অক্টোবর, আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হবে এই ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ইতিমধ্যেই ভারতের মাটিতে পা রেখেছে টুর্নামেন্ট ফেভারিট পাকিস্তান। বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অধিকাংশের দৃষ্টিতে বাবর-রিজওয়ান নিয়ে গঠিত দলটি অন্তত সেমিফাইনাল খেলার যোগ্য। এমন দল নিয়ে বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তানের আরেক রূপের কথা মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন।

তিনি বলেন, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে পারেন বাবর-রিজওয়ান। এর বিপরীতও হতে পারে। সেক্ষেত্রে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে পাকিস্তান। কারণ এটাই পাকিস্তান দলের চরিত্র বলে জানিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। খবর ক্রিকেট পাকিস্তান

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বকাপে পাকিস্তান অন্যতম সেরা দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। তারা এই ম্যাচে হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। তাহলে তারা জয়ের পথে ফিরতে পারবে।

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে যাচ্ছিল তারা। কিন্তু নানা সমীকরণের লড়াইয়ে শেষ পর্যন্ত ফাইনালে উঠলেন তিনি। যার জন্য পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল। নাসের হুসেন মনে করিয়ে দিলেন পাক দলের বিশেষত্ব।

সাবেক এই ইংলিশ অধিনায়ক আরও বলেন, মনে রাখবেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। একপর্যায়ে তিনি বাদ পড়ছিলেন, কিন্তু কোনোভাবে ফাইনালে উঠলেন। এটাই তাদের গেম ব্র্যান্ড এবং স্টাইল। খেলা দেখার জন্য একটি অবিশ্বাস্য দল।

উপমহাদেশীয় মাটিতে স্পিনারদের সবসময়ই বাড়তি সুবিধা থাকে। তবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাড়তি সুবিধাও পাবেন ব্যাটসম্যানরা। তাই বড় সংগ্রহ গড়তে পারলে পাকিস্তানের কোনো সমস্যা হবে না বলে মনে করেন নাসের। তিনি বলেন, প্রত্যাশিত স্কোর বেশি রাখলে বিশ্বের যেকোনো দলই সমস্যায় পড়বে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ