ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে সেঞ্চুরি করতে চাই মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০৩ ১২:৫৬:৫৫
বিশ্বকাপে সেঞ্চুরি করতে চাই মিরাজ

অপেক্ষা প্রায় শেষ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওডিআই বিশ্বকাপ। এর দুই দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে প্রাধান্য পেয়েছে

এবারের বিশ্বকাপে কেমন দেখাবে বাংলাদেশ?

ভারতের মাটিতে বাংলাদেশের ভালো কিছু দেখানোর অন্যতম শিল্পী হতে পারেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এরই মধ্যে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ৬৭ রানের পাশাপাশি বল হাতে এক উইকেটে অপরাজিত ছিলেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তার ব্যাট থেকে। অনেকের চোখে সেরা অলরাউন্ডার এই মিরাজের দিকেও নজর রাখতে বলছেন হর্ষ ভোগলার।

বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজের অবস্থান ও দলের দাবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে একান্তে কথা বলেছেন মেহেদি হাসান মিরাজ। পাঠকদের জন্য তুলে ধরা হলো...

প্রশ্ন: দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, নিজেকে কিভাবে দেখছেন?

মেহেদি মিরাজ: বিশ্বকাপ অবশ্যই একটি বড় মঞ্চ। সেজন্য আমাদের এখানে পারফর্ম করতে হবে। আমাকে ভালো খেলার চেষ্টা করতে হবে এবং যেহেতু আমি বিশ্বকাপ খেলার আগে আমার অভিজ্ঞতা আছে। তাই কিভাবে খেলতে হবে তার একটা ধারণা নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিলাম।দলের প্রয়োজনে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শান্তর সঙ্গে জুটিতে সেঞ্চুরিও করেছিলেন তিনি। বিশ্বকাপে এমন ইনিংস (সেঞ্চুরি) খেলার

প্রশ্ন: দলের প্রয়োজনে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শান্তর সঙ্গে জুটিতে সেঞ্চুরিও করেছিলেন তিনি। বিশ্বকাপে এমন ইনিংস (সেঞ্চুরি) খেলার স্বপ্ন নিশ্চয়ই কোন দলের বিপক্ষে?

মেহেদী মিরাজ: যেহেতু আমি পরে ব্যাট করি। তাই আমার সেঞ্চুরি করার সম্ভাবনা কম থাকবে। তাই আমার উপরে যারা ব্যাটিং করছে তারা ভালো করলে, সেঞ্চুরি করলে আমি আরও খুশি হব। আর সুযোগ পেলে ভারতের বিপক্ষে আবার সেঞ্চুরি করতে চাই।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন মিরাজ।

আমরা প্রথমে সেমিফাইনালে বিশ্বাস করি। এটা আমাদের সবার প্রথম লক্ষ্য, এরপর সেমিফাইনালে জিতলে ফাইনাল শিরোপার দিকেই চোখ থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের সবার ভালো করার অনেক আত্মবিশ্বাস আছে। এখন সবাই যদি মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে পারে, আশা করি ভালো কিছু হবে। বাকিটা আল্লাহর উপর নির্ভর করে।মেহেদী হাসান মিরাজ প্রশ্ন: ভারতীয় কন্ডিশনে বোলার মিরাজের কাছ থেকে কী আশা করতে পারি?

মেহেদি মিরাজ: যেহেতু খেলাটি এশিয়ান উইকেটে হবে, তাই একজন তাদের সেরা বল খেলার চেষ্টা করবে। ভারতীয় পিচে পেসার এবং স্পিনার উভয়েরই সুবিধা থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিতে চাই।

প্রশ্ন: এবারের বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের দিকে নজর থাকবে মিরাজের?

মেহেন্দি মিরাজ: অবশ্যই অলরাউন্ড পারফর্ম করে। কারণ দল চায় আমি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমান পারফর্ম করি। আমারও সেই মানসিকতা আছে। আমাকে দুই বিভাগেই ভালো করতে হবে। এখন বাকিটা আল্লাহর উপর।

প্রশ্ন: বিশ্বকাপ, সেমিফাইনালে কেমন করবে বাংলাদেশ দল?

মেহেদি মিরাজ: আমার মতে, আমরা আগে সেমিফাইনাল খেলতে বিশ্বাস করি। এটা আমাদের সবার প্রথম লক্ষ্য, এরপর সেমিফাইনালে জিতলে ফাইনাল শিরোপার দিকেই চোখ থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের সবার ভালো করার অনেক আত্মবিশ্বাস আছে। এখন সবাই যদি মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে পারে, আশা করি ভালো কিছু হবে। বাকিটা আল্লাহর উপর নির্ভর করে।

প্রশ্ন: কোন দলকে হারিয়ে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন এবং কার বিপক্ষে হেরে দুঃখ পাবেন?

মেহেদি মিরাজ: জেতাটা আনন্দের। এখন যারা বিশ্বকাপ খেলতে আসবে তারা সবাই বড় দল। সেজন্য অবহেলা করার কিছু নেই। সবার বিপক্ষে জিততে চাই, সেজন্য কোনো পার্থক্য নেই। আর বিশ্বকাপের মতো আসরে যেকোনো দলের বিপক্ষে হারলে খারাপ লাগবে। তাই আলাদা কোনো দল নেই। হারলে কষ্ট হবে বা খারাপ লাগবে।

প্রশ্ন: ভক্তরা বিশ্বকাপে সাকিব আল হাসানের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করে। সতীর্থ হিসাবে আপনার কোন বিশেষ অনুরোধ আছে?

মেহেদি মিরাজ: দেশের সেরা ক্রিকেটারের কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা যায়। শাকিব ভাই কেমন বা কেমন তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভাই যদি 2019 বিশ্বকাপের মত আরেকটি মাস্টারক্লাস পারফরম্যান্স দেন, সেটা হবে আমাদের দলের জন্য অনেক বড় অর্জন। তিনি সবসময় বড় কিছু চেয়েছিলেন।

প্রশ্ন: বাংলাদেশের কোচিং প্যানেল ঠিকমতো দেখছেন তো?

মেহেদী মিরাজ: কোচিং প্যানেলের ব্যাপারে, সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন প্রতিটি বিভাগের কোচ পরীক্ষা করা হয়। স্পিন কোচ বা পেস বোলিং কোচ কিন্তু ক্যারিয়ারে তারা ছিলেন বড় খেলোয়াড়। এছাড়া প্রধান কোচ হিসেবেও তিনি বেশ সফল। সব ঠিক আছে এখন দেখা যাক কি হয়।

আমাদের প্রধান কাজ হল ফিট থাকা। প্রতি ম্যাচে ফিট খেললে ভালো কিছু আসবে। কেউ আহত হলে সমস্যা হয়।

প্রশ্ন: বাংলাদেশের দুর্বলতা কোথায় বলে মনে করেন?

মেহেদী মিরাজ: আমি মনে করি আমাদের প্রধান কাজ ফিট থাকা। প্রতি ম্যাচে ফিট খেললে ভালো কিছু আসবে। কেউ আহত হলে সমস্যা হয়। আর দুর্বলতার কথা বলবো না কারণ ক্রিকেটাররা সব বিভাগের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারলে ম্যাচ জেতাতে সুবিধা হবে।

প্রশ্ন: আচ্ছা,মনে করেন আপনি বিশ্বকাপ জিতেছেন, আপনি কিভাবে উদযাপন করতে চান?

মেহেদী মিরাজ: (হেসে), ওহ এখনো কোনো পরিকল্পনা নেই। তবে এটি নিজেই খুব সুন্দর হবে। আমরা ট্রফি নিয়ে সারা দেশে ঘুরতে পারি। এখন আসলে এসব বলার চেয়ে মাঠে প্রমাণ করাই বড় লক্ষ্য। আমরা সাধ্যমতো দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন: আপনার দৃষ্টিতে এই বিশ্বকাপে ফেভারিট কারা?

মেহেদি মিরাজ: খেলা দেখবেন কিন্তু ভারতের মাটিতে। এজন্য আপনাকে এশিয়ার দেশগুলোকে এগিয়ে রাখতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগিয়ে থাকবে। এছাড়া আপনি যদি বলেন, অস্ট্রেলিয়ার কথা বলতে পারি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ