"কেন বলেছে, কি জন্য বলেছে, সরাসরিই বলা উচিত"- তামিমকে কড়া ভাষায় সুজন

বাংলাদেশী দল তাদের স্বপ্নের প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ২৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ও চোট নিয়ে ওই দিনই ভিডিও বার্তা দেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল।
তামিম তার ভিডিও বার্তায় বলেছেন, "বোর্ডের টপ লেভেভের এক কর্তা তাকে ফোন করে নিচের দিকে ব্যাট করতে বলেছিলেন। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও না খেলার কথা বলেন। যা পছন্দ হয়নি তামিমের। যে কারণে এক পর্যায়ে তামিম জানিয়ে দেন এমন হলে তাকে বিশ্বকাপ দলে যেন না রাখা হয়। "
তামিমকে আমন্ত্রণ জানানো কর্তৃপক্ষের পরিচালক কে? এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক, সবাই তামিমের মুখ থেকে জানার অপেক্ষায় আছেন কে তিনি। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি তামিম।
এদিকে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান গুয়াহাটিতে। আজ এখানে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে টাইগাররা। এর আগে রোববার (১ অক্টোবর) গুয়াহাটিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগার ম্যানেজার খালিদ মাহমুদ সোজন।
সুজন বলেন, ‘তামিম যদি এরকম কথা বলে থাকে, তামিমেরই বলা উচিত কে বলেছে, কেন বলেছে, কি জন্য বলেছে। সরাসরিই বলা উচিত, একজন বলেছে, সে একজন কে? সেটা পরিস্কার করা দরকার। আপনি একটা কথা বলাতে সবাইকে সন্দেহে ফেলে দিয়েছেন। এইটা তো ঠিক না। আপনার কাছে প্রমাণ থাকলে বলে দেন না, কে বলেছেন।’
সাকিবকে নিয়ে সুজন বলেন, ‘সাকিব এখন আর ১৩ বছরের নিচের বাচ্চা নয়। সাকিব বেশ বুদ্ধিমান ছেলে, যথেষ্ট ম্যাচিউরড, বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অব দ্য লিজেন্ড। সুতরাং ও যেটা বলবে নিশ্চয় কিছু ভেবেই বলেছে। ও তো সব কিছু ভেঙে বলে না। ও যেটা ভালো মনে করে বলেছে। ড্রেসিংরুমে আমি এক বছর ছিলামই না, তাই কি নিয়ে বলেছে আমি কি করে বলব।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট