ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

২ উইকেট পতনের পর হাল ধরেছে তানজিম-মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০২ ১৫:৪৬:৫০
২ উইকেট পতনের পর হাল ধরেছে তানজিম-মিরাজ

ছক্কা হাঁকিয়ে রান বুক খুললেন তানজিৎ তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রানের সংখ্যা খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। একটি ভালো শুরু. তবে বাংলাদেশের ভালো শুরু বেশিক্ষণ স্থায়ী হয়নি।

গুয়াহাটির ব্যাটিং সাপোর্ট উইকেটে আবারও ব্যর্থ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। বাউন্ডারি মারা মানেই বড় জিনিস। তবে ডবলির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন রিস। ৬ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর দারুন ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ব্যাট করতে দাঁড়াননি ২ রানে। টপলির বলে থার্ডম্যানে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ১১ বলে মোটে ২ রান।

দ্রুত ২ উইকেট হারিয়ে তানজিৎ তামিম ও মিরাজের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৭ রান করেছে। জুনিয়র তামিম অপরাজিত আছেন ৩০ রানে ও মিরাজ ৬ রান নিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ