ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

 যেসব তারকারা বিশ্বকাপের শুরুতে স্টেজ পারফর্ম করবে 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ০২ ১০:৫৬:৪৯
 যেসব তারকারা বিশ্বকাপের শুরুতে স্টেজ পারফর্ম করবে 

ভারত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে, এই বছরের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী ঘটছে তা নিয়ে আয়োজক বোর্ড অফ ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও চুপচাপ। তবে, প্রায় সব আয়োজক দর্শকদের অবাক করার জন্য এমন গোপনীয়তা লুকানোর চেষ্টা করে।

তবে বিভিন্ন সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা উপস্থিতি ও সাংগঠনিক পরিকল্পনার বেশ কিছু দিক তুলে ধরেছে। ইনসাইডস্পোর্ট পিটিসি পাঞ্জাব সূত্রের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী এবং গায়ক-গায়িকা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, গায়ক ও সুরকার শঙ্কর মহাদেবন, গায়িকা শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং অংশ নেবেন।

নৃত্য পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-এ ও অংশ নিয়েছিলেন রণবীর।

নাচ-গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ইতিহাস-ঐতিহ্য এবং ক্রিকেটের প্রতি আবেগকে তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০টি দলের অধিনায়ক। এছাড়া আয়োজক বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ