ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের তালিকায় শীর্ষে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ৩০ ১২:০৮:৩৩
বিশ্বকাপের তালিকায় শীর্ষে সাকিব

বিশ্বকাপ মানেই অন্যরকম উন্মাদনা। রেকর্ড ভাঙার খেলা। এই মেগা ক্রিকেট ম্যাচের আর মাত্র ৫ দিন বাকি। বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত। চলছে চূড়ান্ত প্রস্তুতি। ভক্তদের ভিড়ে আরও একবার চোখ বুলিয়েছেন রেকর্ডের দিকে। আর এবারের বিশ্বকাপে মাঠে নামার আগে বড় কিছুর অপেক্ষায় আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এই বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের খেলোয়াড় সাকিব আল হাসান সবার উপরে। ২৯ ম্যাচে তিনি করেন ১ হাজার ১৪৬ রান। গড় ৪৫.৮৪। বিশ্বকাপে সাকিবের সেঞ্চুরি ২টি। আছে ১০টি অর্ধশতক।

তবে সাকিবের কীর্তি এখানেই শেষ হয়নি। সর্বকালের সেরাদের তালিকায় নবম স্থানে রয়েছেন সাকিব। আর এবারের বিশ্বকাপে থাকবে সেরা তিনে। যাইহোক, এর জন্য তাকে তার ২০১৯ বিশ্বকাপের ফর্ম ফিরে পেতে হবে। শীর্ষ তিনে উঠতে তাকে মোট ৩৮৬ রান করতে হবে। তবেই টাইগার নেতা কুমার সাঙ্গাকারাকে টপকে ৩য় অবস্থানে উঠবেন।

আর রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠতে তার প্রয়োজন ৫৯৭ রান। আগের বিশ্বকাপের মতো ৬০০ রান করলে সাকিব হতে পারেন সেরা দুইে। সর্বোপরি শচীন টেন্ডুলকার। তার রান ২ হাজার ২৭৮।

বর্তমানে বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখনও পর্যন্ত ২৬টি ম্যাচ খেলে ১০০০ রান ৩০ করেন। গড় ৪৬.৮১। তবে বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিজের সেরাতে। তিনি অবশ্যই রানের সংখ্যা বাড়াতে চাইবেন।

এবারের বিশ্বকাপে ডাক পাননি মার্টিন গাপটিল। তবে তিনি অবসর নেননি। তাই তালিকায় তিনি তৃতীয়। নির্ভরযোগ্য কিউই ওপেনার ২৭ ম্যাচে ৪৩.২৬ গড়ে ৯৯৫ রান করেছেন। করেছেন ২টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতক। বিশ্বকাপে একজন ব্যক্তির সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটিও গাপটিলের দখলে।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত ১৮ টি বিশ্বকাপে ৯৯২ রান করেছেন। তার গড় ৬২। এই অজি ক্রিকেটার করেছেন ৪টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতক। ক্যারিয়ারের গোধূলিতে থাকা ওয়ার্নার অবশ্যই নিজের নামে আরও কিছু রান যোগ করতে চাইবেন।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এখন পর্যন্ত বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলেছেন। তিনি ৯৭৮ রান করেন। গড় হল ৬৫.২। বিশ্বকাপে মোট ৬টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতক করেছেন। আগের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত তৃতীয় বিশ্বকাপেও জ্বলে উঠতে দেখবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ