ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

তামিম কে ভুলে থাকা কি সম্ভব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ২৮ ১৪:৪৭:৪৫
তামিম কে ভুলে থাকা কি সম্ভব

আবারো সামনে এসেছে দেশের ক্রিকেট। সাফল্য-ব্যর্থতা কিংবা মাইলফলক নয়, এবারের আলোচনার বিষয় তামিম ইকবাল। জুলাই মাসে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে তিনি শিরোনাম হন। প্রধানমন্ত্রীর নির্দেশে ২৮ ঘণ্টার ব্যবাধানে পর ফিরে আসেন তিনি। তবে এবার তেমন কাউকে পাননি তামিম। তাকে ছাড়াই বিশ্বকাপে গেছে বাংলাদেশ।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় তামিম স্পষ্ট করেছেন কেন তিনি বিশ্বকাপে নেই এবং কোন পরিস্থিতিতে দলের সঙ্গে বিশ্বকাপে যেতে চান না। ১২ মিনিটের ভিডিওর শেষে, তামিম তাকে ভুলে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তামিম কি জানেন বাংলাদেশ ক্রিকেট তাকে কখনো ভুলবে না?

২০০৭ বিশ্বকাপে জহির খানের বিপক্ষে তার ছয়টি দেশের জন্য ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা করতে পারে। বাংলাদেশের নির্ভীক ক্রিকেট কোথা থেকে শুরু হয়? লর্ডসে কত শতক ২০১০? অনার্স বোর্ডে নাম লেখানোর সেই অনন্য উদযাপন। কিংবা ২০১২ সালে চার ম্যাচে চারটি অর্ধশতক। ২০১৮ সালে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নামা তামিম ইকবালকে কে ভুলতে পারে।

বেশ কিছু ঘটনা বা মুহূর্তের সাথে সম্পর্কিত। পরিসংখ্যানের পাতা উল্টে দেখি, বাংলাদেশ ক্রিকেট থেকে তামিমকে ভুলে যাওয়া আরও কঠিন। দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক (১৫ হাজার ১৯২ রান) চট্টগ্রামের এই স্থানীয় নায়ক। তিন ফরম্যাটেই তিনি শীর্ষে আছেন। বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র খেলোয়াড় তিনি।

নিজের শেষ ম্যাচ খেলে রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন তামিম। তিনি প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে ৪০০০ ওডিআই রান করেন। তামিম এরই মধ্যে অন্য ভেন্যুতে সর্বোচ্চ রান (২ হাজার ৮৯৭) করার রেকর্ডটি ধরে রেখেছেন।

আবার মিরপুরে ক্রিকেটের তিন ফরম্যাটেই তামিম করেছেন ৪৫২৯ রান। একক মাঠে সর্বোচ্চ রানের নিরিখে এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ।শুধু বাংলাদেশেই নয় বিশ্ব ক্রিকেটেও অনেক রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার। তামিম ইকবাল খান একমাত্র খেলোয়াড় যিনি ওয়ানডেতে ৫০০০ রান এবং ৫০ ফিল্ডিং ডিসমিসাল করেছেন।

ওয়ানডে ফরম্যাটে আরেকটি রেকর্ডও তামিমের নামে। উদ্বোধনী জুটির সবচেয়ে বড় জুটির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন তামিম। মাশরাফির বিদায়ী ম্যাচে লিটনের সঙ্গে ২৯২ রান ভাগাভাগি করেন তিনি। যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির তালিকায় এই জুটি ষষ্ঠ স্থানে।

কমপক্ষে ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটিং গড় ৩৫.৩৯আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি চার এসেছে তামিমের ব্যাট থেকে। তিনি মারেন ১৭৬০ টি চার। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তামিম। এই সংস্করণে ১০৩ টি ছক্কা রয়েছে। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ৪১টি। তিনটি সংস্করণে ১৮৮ টি ছক্কার জাতীয় রেকর্ড রয়েছে তার। মাহমুদউল্লাহ মারেন ১৬৬টি ছক্কা ও ২টি হিট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ