ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভারতকে একদিন আগেই একাদশ জানিয়ে দিল পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ১০ ১০:২৫:১৭
ভারতকে একদিন আগেই একাদশ জানিয়ে দিল পাকিস্তান

এশিয়া কাপে একদিন আগে একাদশ ঘোষণা করে দেওয়ার ট্রেন্ড চালু করেছে পাকিস্তান। নেপাল ম্যাচ দিয়ে ওই যাত্রা শুরু করে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

পরের দুই ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বে ভারত ও সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একদিন আগে একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান।

এবার সুপার ফোরে রোববার ভারতের মুখোমুখি হবেন বাবর আজমরা। ওই ম্যাচের একাদশও একদিন আগে ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই ভারতের বিপক্ষে নামছে তারা।

একাদশে আছেন চার পেসার অর্থাৎ শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফের সঙ্গে একাদশে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে। অফ ফর্মে থাকলেও একাদশে টিকে গেছেন ওপেনার ফখর জামান।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ