ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

Category Name: খেলা
Remove URL String Output: ""
Base URL: https://www.24updatenews.com/
URL: 
Final URL: https://www.24updatenews.com/group/25

কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি : হাথুরু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ০৮ ২৩:১৪:৫৬
কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি : হাথুরু

সুপার ফোরের সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এশিয়া কাপের ফাইনালে খেলা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশ কেমন হবে তা অনুমান করা কঠিন। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচে প্রতিটি ম্যাচেই নিজেদের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রতিনিয়ত ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছে তারা। আগামীকাল (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী খেলা কেমন হবে তা বলতে চাননি কোচ সান্দিকা হাথুরুসিংহে।

ম্যাচের আগেরদিন আজ (শুক্রবার) কলোম্বোতে সংবাদ সম্মেলনে এসে টাইগারদের প্রধান কোচ বলছিলেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। কাল এসে সিদ্ধান্ত হবে। কন্ডিশন ও পিচের ওপর সব নির্ভর করছে। আবহাওয়ার কারণে বদলে যেতে পারে পিচ। গত কিছুদিন আবহাওয়া কেমন ছিল আমরা জানি। তাই সিদ্ধান্ত কাল নেওয়া হবে।’

পাকিস্তানের কন্ডিশন আর শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে হাথুরু মন্তব্য, ‘আমরা ঘরের বাইরে খেলছি। কন্ডিশন আমাদের অজানা। লাহোর আর এখানকার কন্ডিশনও অনেক ভিন্ন। আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

‘গত ৩ ম্যাচ ধরে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে, প্রতিপক্ষও ভিন্ন। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যা করে দেখিয়েছি, তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি’, যোগ করেন হাথুরু।

এছাড়া ম্যাচের আগমুহূর্ত দেখে সব সিদ্ধান্ত নেওয়ার কথা জানান টাইগার কোচ, ‘এই উইকেট আমি অনেকদিন ধরে চিনি। এটা একটু ভিন্নধর্মী উইকেট। সারারাত কভারে ঢাকা থাকবে। আরও ২৪ ঘণ্টা পর খেলা। কতটুকু রোদ লাগবে, কতক্ষণ অনাবৃত থাকবে এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ