বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হলেও কিছু টা চিন্তা থেকে যাচ্ছে

নানা সমালোচনার অবসান ঘটিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারের পর বেশ সমালোচনার মুখে ছিল টাইগাররা। এছাড়া আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ছিল বাঁচা-মরার প্রশ্ন। এই ম্যাচে হারলেই ছিটকে পড়তে হতো এশিয়া কাপের আসর থেকে।
চাপে থাকার মধ্যে থেকে অবশ্য বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। রানের হিসেবে ৮৯ রানের জয়, এমন জয়ের পর অবশ্য টাইগারদের সুপার ফোর নিশ্চিত এক প্রকার। তবুও আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি কোনো বার্তা। যে কারণে রোববার আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে সুপার ফোরে খেলা নিয়ে জানতে চাওয়া হলে সাকিব দিয়েছেন সাদামাটা উত্তর।
টাইগার অধিনায়ক বলেন, ‘এটা (সুপার ফোর) আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা যা করতে পারতাম, করেছি। হয়তো প্রথম ম্যাচে আমাদের জন্য ছিল না। কিন্তু এই ম্যাচে আমরা প্রপার ক্রিকেট খেলেছি।’
সাকিব যেভাবেই বলুক না কেন ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪।
এ হিসেব তো বুঝলেন কিন্তু, সমস্যা অন্য জায়গায়। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা যেকোন ব্যবধানে জয় পেলে বিদায় নিশ্চিত হচ্ছে আফগানদের। সমীকরণের মারপ্যাঁচ পেরিয়ে বাংলাদেশ যে তাই সুপার ফোরে খেলছে তা নিশ্চিতই বলা চলে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য
- লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস: ম্যাচ শুরুর সময়, একাদশ ও পরিসংখ্যান
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ