ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

Category Name: খেলা
Remove URL String Output: ""
Base URL: https://www.24updatenews.com/
URL: 
Final URL: https://www.24updatenews.com/group/25

এশিয়া কাপের ম্যাচ দেখে দ্বিতীয় সারির দল ঘোষণা নিউজিল্যান্ডের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ০২ ১২:১২:১৭
এশিয়া কাপের ম্যাচ দেখে দ্বিতীয় সারির দল ঘোষণা নিউজিল্যান্ডের

বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। কিন্তু খেলাটি যদিও বিশ্বকাপ প্রস্তুতির অংশ তারপরও টাইগারদের বিপক্ষে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন পেসার লকি ফার্গুসন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বাংলাদেশ সফরে তারুণ্যনির্ভর দল পাঠানোর বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন। মূলত সামনে ব্যস্ত ক্রিকেটসূচির কারণেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ব্ল্যাকক্যাপসরা।

কেন উইলিয়ামসন চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠোয় তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এনজেডসি। প্রথমবারের মতো বাবা হবেন মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম। বাংলাদেশ সিরিজের সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বোর্ডের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তারা। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট।

স্কট উইনিঙ্ক বলেন, ‘আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ব্যস্ত সূচিতে খেলতে হবে। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং পাকিস্তান সফর রয়েছে। ওয়ার্কলোডে ভারসাম্য আনতেই খেলোয়াড়দের বাংলাদেশে তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে এনজেডসি। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

১৫ সদস্যের নিউজিল্যান্ড ওয়ানডে দল:

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ