Category Name: খেলা Remove URL String Output: "" Base URL: https://www.24updatenews.com/ URL: Final URL: https://www.24updatenews.com/group/25
নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে ভরসার অন্যতম এক নাম মুশফিকুর রহিম। এজন্য ভক্তরা তাকে নতুন আখ্যা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। অবশ্য এই নামের যথার্থতা প্রমাণও করেছেন তিনি। লম্বা ক্যারিয়ারে ব্যাট হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন মুশফিক, পাশাপাশি উইকেটের পেছনেও সার্ভিস দিচ্ছেন তিনি। গ্লাভস হাতে এবার গড়েছেন অনন্য এক রেকর্ড।
তিনিই বাংলাদেশের প্রথম এবং একমাত্র উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ের সেঞ্চুরি করেছেন দেশের হয়ে ৪৪০ ম্যাচের ৪১৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। টাইগারদের হয়ে তার নিচে অবস্থান করছেন সাবেক টাইগার উইকেটকিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলট (৪৪টি)। এছাড়া লিটন দাসও স্টাম্পিং করেছেন ১৫টি।
শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েছেন মুশফিক। এই তালিকায় ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার (১৩৯) ও কালুভিথারানার (১০১) পরেই অবস্থান করছেন তিনি। যেখানে তিনি অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট, পাকিস্তানি মইন খানদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই বন্দরে তরী ভেড়ায় লঙ্কানরা।
এদিন শ্রীলঙ্কার ইনিংসের ৩০তম ওভারে মাহেদী হাসানকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন সাদিরা সামারাবিক্রমা। এরপর উইকেটের পেছনে মুশফিক যে খুব ভালোভাবে বলটি নিতে পেরেছেন, তা নয়। তবে সময় ছিল যথেষ্ট। দ্বিতীয় সুযোগে স্টাম্প ভাঙতে অসুবিধা হয়নি মুশফিকের। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা