পরীমণিকে বিয়ের প্রস্তাব ক্রিকেটার আশরাফুলের, অতঃপর

ঈদুল আজহা শেষ হয়ে গেলেও উৎসবের আমেজ যেন এখনও রয়ে গেছে। একই সঙ্গে টেলিভিশনগুলোতে নতুন মাত্রা যোগ করেছে তারকাদের ঈদ আড্ডা।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডার আয়োজনে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেখানে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেন ক্রিকেটার আশরাফুল।
অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক আশরাফুলের কাছে জানতে চান, আপনি কখনও মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছেন? জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, না আমি কখনও মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। কিন্তু প্রেমের প্রস্তাব কখনও দেওয়া হয়নি। আর আমার স্ত্রীর সঙ্গেও পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে।
এ সময় আশরাফুলকে মঞ্চে দাঁড়িয়ে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান সঞ্চালক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমণিকে মঞ্চের সামনে আসতে বলেন।
অনুষ্ঠানের ওই ভিডিওতে দেখা যায়, পরীমণি মঞ্চের সামনে এলে আশরাফুল বলেন, ভালো আছেন? জবাবে পরীমণি বলেন, হ্যাঁ ভালো আছি।
এরপর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। তখন পরীমণিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।
এ সময় উপস্থাপক পরীমণিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে চিত্রনায়িকা বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাবও দিয়েছি।
বিনোদন - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- বক্স অফিস আপডেট: রেকর্ড আয় বরবাদ ও সিকান্দার সিনেমার
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- শাকিব খানের ‘বরবাদ’: আয়ের নতুন রেকর্ড
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- বরবাদ, জংলি ও দাগী মুভির চতুর্থ দিনের কালেকশন
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- ৩১ মার্চ: এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদুল ফিতর
- শুল্ক ঘোষণার সময় বাংলাদেশ কে নিয়ে একটি অবিশ্বাস্য কথা বলেছেন ট্রাম্প