ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘আমিও চাই আবারো শাকিব-অপুর মিল হোক’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মে ২৪ ১৭:৫৯:২১
‘আমিও চাই আবারো শাকিব-অপুর মিল হোক’

সম্প্রতি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে রোবাইয়াত বলেন, ‌আমি বুবলীকে ঘৃণা করি না। তবে শাকিবের সঙ্গে বুবলীকে পছন্দও করি না। কারণ বুবলীর মধ্যে নায়িকার সেই গ্লামারস ভাবটা নেই।

তিনি বলেন, যেহেতু শাকিব বুবলীর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছে না, সেহেতু অনেকেই আশা করছেন অপুর কাছে আবার ফিরে যাবেন শাকিব। আমিও চাই আবারো শাকিব খান এবং অপু বিশ্বাসের মিল হোক। তাদের মিল হলে আমি সবাইকে মিষ্টি খাওয়াব।

বুবলীকে উদ্দেশ্য করে রোবাইয়াত বলেন, বুবলী আপুর নিজে থেকেই শাকিব খানকে ডিভোর্স দেওয়া উচিত। কারণ শাকিব খান বুবলী আপুর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছে না, প্রকাশ্যে তাকে অপমান করছে। এদিক থেকে একজন মেয়ে হিসেবে নিজের প্রতি সম্মান দেখানো উচিত বুবলী আপুর।

তিনি বলেন, যে সম্পর্কে একজনের প্রতি অন্যজনের সম্মান থাকে না, সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। তা ছাড়া শাকিব যখন নিজের পরিচয় বুবলী আপুর সঙ্গে জড়াতে চাচ্ছে না, সেহেতু শুধু কাগজে কলমে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে