ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এক নজরে দেখেনিন আলিয়াসহ এবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ এপ্রিল ২৮ ১৬:৪৬:২৮
এক নজরে দেখেনিন আলিয়াসহ এবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন যারা

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবারের আসরে সেরা সিনেমার খেতাব জিতেছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। গত বছর এটি অন্যতম হিট সিনেমা ছিল। এর পরিচালক সঞ্জয়ই সেরা পরিচালকের খেতাব জিতেছেন। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট।

‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন রাজকুমার রাও। এই সিনেমার জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কর পান শিবা চাড্ডা। ‘যুগ যুগ জিও’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন ভূমি পেডনেকর ও টাবু। টাবু পুরস্কার পেয়েছেন ভুল ভুলাইয়া ২ সিনেমার জন্য।

এদিকে ভূমি পুরস্কৃত হয়েছেন ধাই দো’র জন্য। এ সিনেমাই সমালোচকদের বিচারে সেরা সিনেমার খেতাব লাভ করে। আর সঞ্জয় মিশ্র সমালোচকদের বিচারে ‘বধ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। এবার তা হলে একনজরে দেখে নেওয়া যাক, কে কোন বিভাগে পুরস্কার পেলেন—

সেরা সিনেমা: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি), সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি),

সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো),

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিও), সেরা সহ-অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো),

সেরা সিনেমা ক্রিটিক্স: বাধাই দো,

সেরা অভিনেত্রী ক্রিটিক্স: ভূমি পেডনেকর (বাধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২),

সেরা অভিনেতা ক্রিটিক্স: সঞ্জয় মিশ্র (বধ),

সেরা চিত্রনাট্য: বাধাই দো- অক্ষত ঘিলদিয়াল, হর্ষবর্ধন কুলকার্নি এবং সুমন অধিকারী,

সেরা গল্প: বাধাই দো,

সেরা ডেবিউ (পুরুষ): অঙ্কুশ গেদাম (ঝুণ্ড),

সেরা ডেবিউ (নারী): আন্দ্রিয়া কেভিচুসা (অনীক)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে