ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হল বুকিংয়ে দাপট দেখাচ্ছে শাকিব খানের ‘লিডার’র আমি বাংলাদেশ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ এপ্রিল ১৮ ২১:৪৭:৪৩
হল বুকিংয়ে দাপট দেখাচ্ছে শাকিব খানের ‘লিডার’র আমি বাংলাদেশ

সংশ্লিষ্টরা বলছেন, দেশে চালু থাকা সিনেমা হলের ‘তিনভাগের দুই ভাগ’ হলে চলতে পারে প্রতিবাদ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত তপু খানের প্রথম ছবি ‘লিডার’।

রবিবার (২৪ রমজান) দুপুরে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকা এম এম মঞ্জুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ইতোমধ্যে ৬০টি হল বুকিং সম্পন্ন হয়েছে। চাঁদরাতের আগে হল সংখ্যা আরও বাড়বে। ঢাকার মধ্যে শ্যামলী বাদে সবগুলো সিঙ্গেল স্ক্রিনে (সিনেমা হল) চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’।

এম এম মঞ্জুর রহমান বলেন, ঢাকার মধুমিতাসহ শাপলা (রংপুর), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা)-তে চলবে। আরও বড় যে হলগুলো আছে সেগুলোর সঙ্গে কথাবার্তা চলছে। মনিহার (যশোর)-এও চলার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, আমাদের ছবির ম্যারিট ভালো এটা হল মালিকরাও জানেন। মুক্তির আগে হল লিস্ট প্রকাশ করা হবে। তখন চূড়ান্ত সংখ্যা জানা যাবে।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, শাকিবের ছবির মার্কেট ভ্যালু বেশি। ঈদে আমার মধুমিতায় ‘লিডার’ চলবে।

ঢাকার স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘লিডার’র ডিসট্রিবিউশন থেকে সঠিক ওয়েতে যোগাযোগ করেছে। আমরা ‘লিডার’ চালাবো। শিগগিরই প্রদর্শনের অফিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন হবে।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেন তপু খান। টিজার মুক্তির পর চারদিন আগে এর ‘কথা আছে’ নামে একটি গান প্রকাশের পর সাড়া ফেলে দিয়েছে। পরিচালক তপু খান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ নিয়ে সব হল মালিকরা আগ্রহী। আশা করছি দেশের সব গুরুত্বপূর্ণ সিনেমা হলে ঈদের দিন থেকে দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।

ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে