ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্ব বাজারে কমলো সোনার দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মার্চ ২০ ২১:৫৫:৫২
বিশ্ব বাজারে কমলো সোনার দাম

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। পরিপ্রেক্ষিতে সুদের হার কম বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তাতে সোনার দাম আকাশচুম্বী হয়।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ২৫ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯৮৩ ডলারে।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ১৯৮৮ ডলারে।

২০২২ সালের মার্চে রেকর্ড দাম বাড়ে সোনার। এক আউন্সের মূল্য দাঁড়ায় ২০০৯ ডলার ৫৯ সেন্টে। ২০২৩ সালের চলতি মাসেও সবশেষ সেই পর্যায়ে উঠেছিল গুরুত্বপূর্ণ সম্পদের দর। সেই থেকে যার দাম ১ শতাংশ হ্রাস পেয়েছে।

কিনেসিস মানির বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা বাড়ছে। কারণ, বিশ্বব্যাপী ব্যাংকিং সংকট বাড়ছে। পাশাপাশি নমনীয় মুদ্রানীতি গ্রহণ করতে পারে ফেড। বিপদের সঙ্গী ধাতুটির দর ঊর্ধ্বমুখী থাকার এটিও অন্যতম কারণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে