ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

নতুন বছরের শুরুতেই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন সময় সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ ডিসেম্বর ৩১ ১২:৫৮:৩০
নতুন বছরের শুরুতেই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন সময় সূচি

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো লড়াই চলছে। আর নতুন বছরের শুরুতেই মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এটা সিনিয়র দলের লড়াই না। ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ৩০তম আসরের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে দল দুটি।

এই টুর্নামেন্টের ২৯টি আসরের মধ্যে ব্রাজিল ১১বার আর আর্জেন্টিনা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে উভয় দলই সমান সাতবার করে এই আসরে রানার্সআপ হয়েছে।

আগামী ২০ জানুয়ারি কলম্বিয়ায় শুরু হবে এবারের আসর। দুটি গ্রুপে পাঁচটি করে অংশ নেবে দল দুটি। ‘এ’ গ্রুপে আছে ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া ও পেরু। আর ‘বি’ গ্রুপে আছে ভেনিজুয়েলা, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও বলিভিয়া।

এই টুর্নামেন্টে জুনিয়রদের সুপার ক্লাসিকো দেখবে ফুটবল সমর্থকেরা। ২৩ জানুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ হবে ১২ ফেব্রুয়ারি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে