ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ফাইনাল জিতে অবশেষে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তুলনা নিয়ে মুখ খুললেন শানাকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ১২ ২০:২৬:৫১
ফাইনাল জিতে অবশেষে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তুলনা নিয়ে মুখ খুললেন শানাকা

আফগানিস্তানের কাছে হারের পর বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই- এমন পরিস্থিতিতে শানাকা বলেছিলেন, 'আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে, আমরা জানি ফিজ অনেক ভালো বোলার। সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের তেমন বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ অনেক সহজ প্রতিপক্ষ।'

শানাকার সেই কথার রেশ ধরে কথার পিঠে অনেক কথা জমে পড়ে, বড় হয় বিতর্ক। মাঠে নামার আগে শানাকার মতো ঝাঁজাল কথায়ই তাকে জবাব দেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এরপর যোগ দিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে ও নুরুল হাসান সোহানও।

শেষপর্যন্ত শ্রীলঙ্কা নিজেদের সামর্থ্য প্রমাণ করে বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নেয় সুপার ফোরে, এরপর ফাইনাল, এরপর তো শিরোপাই জিতল। শিরোপা জেতার পর এশিয়া কাপজয়ী অধিনায়ক জানালেন, বাংলাদেশ ও আফগানিস্তানের তুলনা করতে গিয়ে তিনি যা বলেছিলেন গণমাধ্যম নাকি তা ভুলভাবে ব্যাখ্যা করেছে।

শানাকা তাই তার বক্তব্য বিতর্কিত হওয়ার কোনো কারণই দেখছেন না। তিনি বলেন, 'আমার মনে হয় এখানে বিতর্কের কিছু নেই। আমি খারাপ কিছু বলিনি। গণমাধ্যম পুরো ক্রিকেট দুনিয়ায় এটাকে বাজেভাবে উপস্থাপন করেছে। আমি নেতিবাচক কিছুই বলিনি। আমি শুধু আফগানিস্তান ও বাংলাদেশ এই দুই দলের তুলনা করেছি। এটুকুই।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে