ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ০৯ ১৬:৫৬:২৬
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচন

সিনেমাটির টিম স্পিরিট প্রকাশ করতে গিয়ে সিয়াম সাম্প্রতিক একটি ঘটনা শেয়ার করেন। বলেন, ‘মূল কাজ তো আগেই শেষ। কিছু দিন আগে আমি আর নুসরাত এই ছবির শেষ গানের শুট করতে গিয়েছি। শেষদিন। শেষ দৃশ্যের কাজ চলছে। যে মুহূর্তে দৃশ্যটি শেষ হলো, আমি আর নুসরাত একে অপরের দিকে তাকিয়ে ছিলাম চুপচাপ, বেশ কিছুক্ষণ। দুজনেই প্রায় একসঙ্গে বলে ফেললাম, ‘শেষ! শেষ হয়ে গেল আমাদের এই জার্নি?’ আমরা দুজন দুজনে এতোটা অভ্যস্ত হয়ে গেছি, টিমের সঙ্গে এতোটা মিশে গেছি। সেটা বলে বোঝানো যাবে না।’

‘অপারেশন সুন্দরবন’ মুক্তির আগেই অনেকে বলার চেষ্টা করছেন, এটি আসলে ডকুমেন্টারি ঘরানার কিছু হতে চলেছে। এর জবাবে সিয়াম স্পষ্ট করে বলেন, ‘এমন প্রশ্ন বা দ্বিধা যারা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা আপনাদের মনের মতো সিনেমাই হয়েছে। যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি তখন থেকে আমরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে চেয়েছি। এখানে রিয়েলিটির ছোঁয়া আছে, আবার ফিল্মিক বিষয়টাও রয়েছে। সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমরা কোনও দ্বিধা করিনি। আপনারা সবাই পরিবার নিয়ে ছবিটি দেখতে পারবেন।

নুসরাত ফারিয়া ছবিটি প্রসঙ্গে বলতে হিয়ে অনেকটাই আবেগতাড়িত হন। বলেন, ‘‘আজ আমি অনেক ইমোশনাল। যে কোনও সময় কেঁদে ফেলতে পারি। প্রায় তিন বছর পর (‘শাহেনশাহ’ ২০১৯) আমি আবারও নতুন ছবি মুক্তির খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেক বছর পর একসঙ্গে এতো ক্যামেরা-সাংবাদিক দেখতে পারছি। সবচেয়ে বড় কথা, এত বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ছবিটির শুরু থেকে এ পর্যন্ত র‌্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য।’’

দীপংকর দীপনের সঙ্গে এটি নুসরাত ফারিয়ার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমাটির শুটিং কিছুদূর গড়ালেও আটকে আছে অজানা কারণে। তবে সেটি নিয়ে ফারিয়ার মনে আর আক্ষেপ নেই। কারণ, ‘অপারেশন সুন্দরবন’কে এই নায়িকা দেখছেন তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ হিসেবে। বলছেন, ‘সেই ২০১৯ সাল থেকে এই ছবিটা আমার জীবনের অংশ হয়ে আছে। বাকী জীবনও তাই থাকবে।’

নায়িকার আজ (৮ সেপ্টেম্বর) আজ জন্মদিন। সোশ্যাল হ্যান্ডেলে ও পারিবারিকভাবে ভাসছেন জন্মোৎসবে। তার ফাঁকেও এদিন এসেছেন সংবাদ সম্মেলনে। বলছেন, ‘এক মুহূর্তও মনে হয়নি আজ আমার জন্মদিন, আমি কাজে আসছি। বরং এখানে এসে মনে হয়েছে দিস ইজ দ্য ব্লেসিংস। মনে পড়ে, এই ছবির শুটিংয়ে যখন আমরা গভীর সুন্দরবনে ইউনিট ফেলি, তখন কোনও নেটওয়ার্ক ছিলো না ফোনে। টানা ৩৫ দিন আমরা বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। এই ৩৫ দিন আমি আমার বাবা-মায়ের সঙ্গেও কথা বলতে পারিনি। তখন আমাদের ইউনিটটাই ছিলো আমার ফ্যামিলি। আমরা এতোটাই আপন হয়ে গেছি, সেই সম্পর্কের টান এখনও আমরা ফিল করি। এই মুভিটা এবং আমার ক্যারেক্টারটা সারাজীবন আমার সাথে থেকে যাবে।’

২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়াম-নুসরাত ফারিয়া ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ। দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি দীপংকর দীপন।

প্রধান অতিথিকে ঘিরে পুরো টিমপ্রধান অতিথিকে ঘিরে পুরো টিম

বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। চলচ্চিত্রটির নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূরকে লক্ষ্য করে সিয়াম বলেন, ‘যার মতো করে আমরা আঙুলে চেইন ঘোরাতে শিখেছি, যাকে দেখলে এখনও আমার পা কাঁপে- সেই মানুষটার উপস্থিতিতে আমাদের সিনেমার প্রচারণা শুরু হলো। একজন ক্ষুদ্র অভিনেতা হিসেবে এরচেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। ধন্যবাদ দীপন দাকে, এই অসাধারণ সিনেমায় আমাকে যোগ্য মনে করার জন্য।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে