ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বাংলাদেশকে গোনায় ধরেন না লঙ্কান দলপতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ২৮ ১১:০৭:৪১
বাংলাদেশকে গোনায় ধরেন না লঙ্কান দলপতি

এভাবে হেরেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাস কমেনি লঙ্কানদের। বরং আফগানিস্তানের তুলনায় বাংলাদেশকে গোণায় ধরলেন না লঙ্কান দলপতি দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে শানাকা জানিয়েছেন, আফগানিস্তানে বিশ্বমানের বোলার থাকলেও বাংলাদেশে কেবল সাকিব ও মুস্তাফিজ ছাড়া অন্য বোলারদের অর্ডিনারি মনে করছেন শানাকা।

বাংলাদেশের বিপক্ষে খেলাটা নাকি সহজ হবে এমনটাই মনে করছেন লঙ্কান এই অধিনায়ক। সংবাদ সম্মেলনে শানাকা বলেন,

‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে শানাকা আরও যোগ করেন, ‘বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে তা জানি, তাদের খেলোয়াড়দের সম্পর্কে জানি। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।’

টি-টোয়েন্টিতে অবশ্য বাংলাদেশের বিপক্ষে বেশ এগিয়েই আছে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি ১২ সাক্ষাতে মাত্র ৪টি জয় পেয়েছে টাইগাররা। অপরদিকে লঙ্কানদের জয় বাংলাদেশের দ্বিগুণ।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর মাঠে নামবে সাকিবের দলে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে