ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের আগেই রণবীরের সঙ্গে লিভ-ইন করার কারণ জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ২৩ ১৪:৫৫:১৮
বিয়ের আগেই রণবীরের সঙ্গে লিভ-ইন করার কারণ জানালেন আলিয়া

‘ব্রহ্মাস্ত্র’-এ কাজ করাকালীন রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া। বিয়ের পরিকল্পনা সেরে রাখলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমরা বিয়ে করব ভেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু অতিমারি শুরু হল। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তার পর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।

চলতি বছরের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর এবং আলিয়া। জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তবে সন্তানের অপেক্ষায় কাজ থেমে থাকেনি। স্বামী রণবীরের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার করছেন হবু মা।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রথম জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। তাদের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন আক্কিনেনির মতো শিল্পীরা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’তেও অভিনয় করেছেন আলিয়া। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। সব ঠিক থাকলে পরের বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে