ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ২৩ ১০:০১:২০
আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: অনন্ত জলিল

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালকের সঙ্গে কথা বলব।

তিনি বলেন, আমি একশ ভাগ নিশ্চিত বাংলাদেশের কেউ তাকে দিয়ে এমন করাচ্ছে। পরিচালকের সঙ্গে আমার যোগাযোগ ছিল কিছুদিন আগেও। আমার উকিলের সঙ্গে কথা বলব বিষয়টি নিয়ে।

‘সেই পরিচালক তো বাংলায় লিখতে পারেন না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই। তাদের কথায় সরে যাই, যোগ করেন অনন্ত জলিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে