ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিনেমা মুক্তি, নায়িকার খোঁজ নেই

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ২১ ১৬:৪৩:৩০
সিনেমা মুক্তি, নায়িকার খোঁজ নেই

এ প্রসঙ্গে জাহাঙ্গীর সিকদার বলেন, অমৃতা সিনেমায় ভালো অভিনয় করেছেন। কিন্তু সিনেমার প্রচারে তাকে পাচ্ছি না। অনেকদিন ধরে তার মোবাইলে কল করে বন্ধ পাচ্ছি। তার খোঁজও পাচ্ছি না। সিনেমা মুক্তির সময় অমৃতাকে প্রচারে পেলে সিনেমাটির জন্য ভালো হতো।

এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বড়দা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী প্রযোজক মোরশেদ খান হিমেল।

অমৃতা অভিনীত প্রথম সিনেমা ‘গেইম’। যুগল পরিচালক রয়েল-অনিক পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ইস্পাহানী আরিফ জাহানের ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’ সিনেমায় অভিনয় করেন অমৃতা। এই সিনেমায় বাপ্পির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ সিনেমায় শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে