ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভক্তকে কষে চড় মারলেন সামান্থা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ১৭ ১২:৫১:১২
ভক্তকে কষে চড় মারলেন সামান্থা

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি দশ বছর আগের। সেসময় ‘ইয়ে মায়া চেসাভা’ এবং ‘বৃন্দাভনম’ সিনেমা দুটির সাফল্যে ভাসছেন সামান্থা। পাশাপাশি নিজেও জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। তখন সিনেমার প্রচারণায় একটি শপিং মলে গিয়েছিলেন তিনি।

মলে তাকে দেখেই উপচে পড়েন অনুরাগীরা। দেহরক্ষীদের বুহ্য ভেদ করে এক পাগল ভক্ত টেনে ধরেন সামান্থাকে। এই অতি উন্মাদনাই কাল হয়ে দাঁড়ায়। ক্ষুব্ধ হয়ে তিনি টেনে এক চড় মেরে বসেন ভক্তের গালে।

সম্প্রতি সামান্থার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। দক্ষিণী ও বলিউড- দুই অঙ্গনেই সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। অনুরাগীরা মুখিয়ে আছেন তার নতুন সিনেমা ‘খুশী’র মুক্তির অপেক্ষায়। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে