ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রথম সন্তানের বয়স ৪ মাস, ফের মা হচ্ছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ১৬ ১৬:১৪:২৮
প্রথম সন্তানের বয়স ৪ মাস, ফের মা হচ্ছেন অভিনেত্রী

মঙ্গলবার (১৬ আগস্ট) দেবিনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবর জানান। ছবিতে দেখা যায়, গুরমিত চৌধুরী কন্যা লিয়ানাকে কোলে নিয়ে স্ত্রী দেবিনাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। গুরমিতকে জড়িয়ে ধরে আলট্রাসনোগ্রাফির ফিল্ম প্রদর্শন করেছেন দেবিনা।

এ ছবির ক্যাপশনে দেবিনা লিখেন- কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়। যা কেউ বদলাতে পারে না। এটি তেমনি একটি আশীর্বাদ। আমাদের পূর্ণতা দিতে সে আসছে।

টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন গুরমিত-দেবিনা।

অনেক দিন ধরেই সন্তানের অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এই দম্পতি ঘোষণা দেন, তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। পাশাপাশি বেবি বাম্পের ছবিও প্রকাশ করেন দেবিনা।

শুধু ছোট পর্দা নয়, ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে ‘খামোশ’ সিনেমায় কাজ করেছেন দেবিনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে