ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজয়ের এক কথায় লজ্জায় লাল রশ্মিকা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০২ ১৬:২০:০৫
বিজয়ের এক কথায় লজ্জায় লাল রশ্মিকা

‘রশ্মিকা আমার চোখে সবসময়ই সুন্দর। জানি না কেন আমার মুখে তোমার নাম শুনলেই সবাই ফিসফাস শুরু করে দেয়।’ সবার সামনে বিজয়ের এমন অকপট উক্তিতে লজ্জায় লাল রশ্মিকা।

এর আগে ‘কফি উইথ করণ ৭’-এ অতিথি হিসেবে এসে বিজয় রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেন, ‘রশ্মিকা আমার খুব প্রিয়। খুব পছন্দ করি তাকে। আমরা একসঙ্গে ছবিতে কাজ করেছি। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এভাবেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।’

কারও সঙ্গে সম্পর্কে আছেন বিজয়, করণের এ প্রশ্নের উত্তরে, জবাব ছিল যেদিন আমি বিয়ে করবো, আমার বাচ্চা হবে, সেদিন জোর গলায় তার নাম বলবো। আমি চাই না, যারা আমাকে ভালোবাসে, ঘরে আমার ছবি লাগিয়ে রাখে, তাদের মন ভেঙে দিতে।

এরই মধ্যে দক্ষিণ থেকে বলিউডে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন বিজয়। শুধু কাজই নয়, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব নজর কেড়েছে বলিউড নায়িকাদেরও। সারা আলি থেকে অনন্যা পাণ্ডে—সবার পছন্দের পুরুষের তালিকায় রয়েছে এ অভিনেতার নাম।

‘লাইগার’ ছবিতে এক মুষ্টিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে বিজয়কে। যদিও বলিউডে অভিনেতার প্রথম ছবি ‘খালিপিলি’। কোভিডের কারণে মুক্তি পিছিয়ে যায় এ ছবির। ২৫ অগস্ট পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ ছবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে