ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আমিও একজন প্রাউড মাদার হব: পরীমনি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০১ ১২:২২:০৪
আমিও একজন প্রাউড মাদার হব: পরীমনি

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কেউ ফুল পাঠিয়ে আবার কেউবা নিজ হাতে খাবার রান্না করে হাজির হচ্ছেন রাজ-পরীর বাসায়। মানুষের এমন ভালোবাসা পেয়ে আপ্লুত পরী। বাকি জীবনে এমন আরও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা তার।

এবার পরীমনির জন্য নিজের হাতে রান্না করা খাবার নিয়ে এসেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকার সে ভালোবাসা পেয়ে ধন্য পরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একটি পোস্টও।

রোববার (৩১ জুলাই) ফেসবুকে ৩টি ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্য আসলেই কঠিন কিছু হয়ে যায় সবসময়। কী-যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনো। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছ সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনি এমনি বলা হয়ে যায় বলো! মায়েরা এমনই, তাই-না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হব দেখো। মন ভরে দোয়া দিয়ো এভাবেই। তার এত ব্যস্ততার মাঝেও আমার জন্য এসব করতে ভুল নেই। মা শোন, আই লাভ ইউ অনেক অনেক অনেক।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে