ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চমক নিয়ে আসছেন বাপ্পি-মিতু

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ২৬ ১৯:৫৯:০৬
চমক নিয়ে আসছেন বাপ্পি-মিতু

নির্মাতা জানান সিনেমাটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পি-মিতুকে ন্যাচারাল লুকে দেখা যাবে। এতে তারা কোন মেকআপ ব্যাবহার করেননি।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে এটি।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের বলে মনে করছি।

‘জয় বাংলা’ নির্মাতার ৫১তম সিনেমা। এ সিনেমায় সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বসিত জাহারা মিতু। এ অভিনেত্রী বলেন, ‘জয় বাংলা’ উপন্যাস আমি অনেক আগেই পড়েছি। আমার প্রিয় উপন্যাস। সেই উপন্যাসে এবার অভিনয় করব ভাবতেই ভালো লাগছে।

‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক বাপ্পি চৌধুরীর। এরপর উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। এদিকে মডেল-অভিনেত্রী জাহারা মিতু ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। চলচ্চিত্রে নাম লেখান শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মাধ্যমে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে