ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নেট দুনিয়াতে ঝড় তুলেছে ববির আবেদনময়ী ছবি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ২৪ ১৫:৪৭:৪৩
নেট দুনিয়াতে ঝড় তুলেছে ববির আবেদনময়ী ছবি

অভিনয়ের বাইরে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় শেয়ার করেন ভক্ত-দর্শকদের সঙ্গে। শুক্রবার (২২ জানুয়ারি) মধ্যরাতে ববি তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু আবেদনময়ী ছবি শেয়ার করেন। ববির শেয়ার করা চারটি ছবি লাইক, কমেন্ট আর শেয়ার হতে থাকে ঝড়ের গতিতে।

অন্যদিতকে, ছবিগুলো নিয়ে ফেসবুকজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ছবিগুলোর প্রশংসা করলেও কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন।

সমালোচনা করে এক ভক্ত লিখেছেন, ‘আপনি ছিলেন আমার প্রিয় একজন মানুষ আর এখন থেকে অপ্রিয় একজন মানুষ হলেন কারণ এ রকমটা আশা করি নাই এত অশ্নীল ছবি।’

পারভেজ আহমেদ অভি মন্তব্য করেছেন, ‘গরমে চলে গেছে শরম।’

মো. কাশেম লিখেছেন, ‘এটা উচিৎ না।’

ইমরান হোসেন লিখেছেন, ‘আহ! ফেসবুকে তো আগুন লেগে গেল!’- এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পরেছে ছবিগুলো ঘিরে।

তবে ইতিবাচক কথাও কম হয়নি। বেশির ভাগ ভক্তই ববির ছবিগুলোর প্রশংসা করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে