ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দ্বিতীয় বিয়ের পর জানা গেলো পূর্ণিমার প্রথম প্রেমিকের নাম

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ২২ ১৫:৪৩:২৩
দ্বিতীয় বিয়ের পর জানা গেলো পূর্ণিমার প্রথম প্রেমিকের নাম

গত ২৭ মে পূর্ণিমা ও পাত্র রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা।

পূর্ণিমার এমন সুখবরে যাদের মন খারাপ, তাদের জন্য খবর- নায়িকার প্রথম প্রেম সালমান খান। তার ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন। তার পরেই তার প্রেমে পড়ে যান। দেশীয় গণমাধ্যমে পূর্ণিমা নিজেই এ কথা জানিয়েছিলেন।

বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর নায়িকা জানিয়েছেন দুমাস পর।

এরআগে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে