ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

কাঁচাবাজারে স্বস্তি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০৮ ১৫:১৪:২০
কাঁচাবাজারে স্বস্তি

বিক্রেতারা জানান, শসা, মরিচ, টমেটোসহ সালাদ উপকরণের দাম হঠাৎ বেড়েছে। অন্যান্য সবজির দাম অনেকটাই আগের মতো আছে।

বাজার ঘুরে দেখা গেছে, দুইদিনের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে শসার দাম। দুইদিন আগেও শসা ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যা এখন কিনতে হচ্ছে ১০০-১২০ টাকায়। এছাড়া ৮০০ টাকার মরিচ ১৬০ টাকা, টমেটো ১৬০-১৮০ টাকা, গাজর ১২০ টাকা, দেশি শসা ১২০ টাকা ও বড় হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। লেবু প্রতি হালি ২০-৩০ টাকা।

মুগদা বাজারের এক সবজি বিক্রেতা বলেন, ঈদের কারণে গাড়ি ভাড়া বেশি। চাহিদাও বেড়েছে, তাই দাম কিছুটা বেশি।

সালাদ উপকরণের দাম বাড়লেও স্বাভাবিক আছে অন্যান্য সবজির দাম। বাজারে আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, সাদা আলু ২৮-৩০ টাকা। করলা ৬০ টাকা, মূলা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা। এছাড়া পটল, ঝিঙা, কাঁকরোল, চিচিঙ্গা, পেঁপে ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ২০-৩০, বরবটি ৬০-৭০, কুমড়া ৫০, লাউ ৫০-৬০, কচুরলতি ও কচুরমুখী ৬০ ও কাঁচকলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে