ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙল ‘বিক্রম’ সিনেমা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ২১ ১২:১২:৪০
‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙল ‘বিক্রম’ সিনেমা

এস এস রাজামৌলির সুপারহিট ছবিটিকে টপকে ‘বিক্রম’ই এখন তামিলনাড়ুর বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল ছবি। মুক্তির পর মাত্র ১৬ দিনেই দেড় শ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। ১৪২ কোটি ২০ লাখ আয় নিয়ে আগের রেকর্ডটি ছিল ‘বাহুবলী ২’-এর। তালিকার তিন ও চারে রয়েছে আরেক তারকা বিজয়ের দুই ছবি ‘মাস্টার’ ও ‘বিগিল’।

এখানেই ‘বিক্রম’-এর জয়যাত্রা শেষ নয়। তামিলনাড়ু তো বটেই, সারা বিশ্বেই ভালো ব্যবসা করছে ছবিটি। এর মধ্যে বিশ্বব্যাপী ৩৫০ কোটি আয়ের মাইলফলকও স্পর্শ করেছে ‘বিক্রম’। সেটাও মুক্তির ১৭তম দিনে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, ৫০০ কোটির মাইলফলক ছোঁয়া ছবিটির জন্য সময়ের ব্যাপার মাত্র।

সিনেমার এমন ব্যবসায় দারুণ খুশি কমল হাসান। ছবিটি ৩০০ কোটি মাইলফলক স্পর্শ করার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকরে তিনি বলেছিলেন, এই ছবির আয় দিয়ে তিনি নিজের সব দেনা চোকাবেন। ‘আমার সব দেনা শোধ করব। পরিবার ও বন্ধুদের জন্য যতটা পারি করব। এরপর যদি সব অর্থ শেষ হয়ে যায় তখন বলব, আর কিছু দেওয়ার নেই। আরেকজনের অর্থ নিয়ে মানুষকে সাহায্য করার ভান করতে চাই না। আমার বড় কোনো উপাধির প্রয়োজন নেই। কেবল ভালো একজন মানুষ হতে চাই’, বললেন কমল।

‘বিক্রম’ ১৯৮৬ সালে মুক্তি পাওয়া অভিনেতার একই নামের সিনেমা থেকে অনুপ্রাণিত। ২০২১ সালের জুলাইতে শুরু হয়ে ছবিটির শুটিং শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। কারাইকুদি, চেন্নাই, পদুচেরি, কোয়াম্বাটুরসহ তামিলনাড়ুর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে