ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

অবহওয়া বার্তা: বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ১৭ ১৬:৫৫:২৩
অবহওয়া বার্তা: বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

এদিকে শুক্রবার সকালে দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টি ঢাকার পরিবেশকে শান্ত করে দিয়েছে। এদিন দুপুর পর্যন্ত রাজধানীর মানুষ সূর্যের মুখ দেখেনি।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১০৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে রংপুরে। আর ঢাকায় বৃষ্টি রেকর্ড হয়েছে ২ মিলিমিটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে